স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৭ ফেব্রুয়ারি : গভর্ণমেন্ট পেনশনার্স এসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে শুক্রবার ২৩ দফা দাবির ভিত্তিতে গণ অবস্থান সংগঠিত হয়। এদিন সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগরতলার ওরিয়েন্ট চৌমুহনিতে এই গণ অবস্থান সংগঠিত হয়। রাজ্যের নানা প্রান্তের শাখাগুলি এদিন স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মহকুমা শাসক ও জেলা শাসক মারফত তুলে দেন। ত্রিপুরার পেনশনার ও পারিবারিক পেনশনারগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণ গ্রহণ করে।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সঞ্জয় কুমার বসু, সাধারণ সম্পাদক বাদল বৈদ্য সহ অন্যান্যরা। তাদের অভিযোগ প্রবীণ নাগরিক হয়েও নানা বঞ্চনা, উপেক্ষা ও অব্যবস্থায় অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে বলেই শারীরিক ও মানসিক দুর্বলতা অগ্রাহ্য করে পথে নামতে বাধ্য হয়েছে। গত কয়েক বছর ধরে প্রায় একই দাবি জানানো হচ্ছে সরকারের কাছে। আলোচনার জন্য সুযোগ প্রার্থনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্য সচিব ও অর্থ সচিবকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোন সাড়া পাওয়া যায় নি।
গত বছর সারা রাজ্যের শাখাগুলির নেতৃত্ব মহকুমা শাসক ও জেলা শাসকের মাধ্যমে এবং সচিবালয়ের কর্মকর্তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেয়, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পেনশনারদের উপেক্ষিত হয়েছে। অভাব অনটনে জীবন যাপন দুর্বিসহ হয়ে উঠেছে। এই অসহনীয় দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবার জন্য পুনরায় পথে নেমেছে বলে জানান।