Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যত্রাণ সামগ্রী না পেয়ে উত্তেজিত হয়ে উঠল বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা

ত্রাণ সামগ্রী না পেয়ে উত্তেজিত হয়ে উঠল বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ,  ৬ ফেব্রুয়ারি : ত্রাণ সামগ্রী না পেয়ে উত্তেজিত হয়ে উঠল বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা। ঘটনা বিশালগড় মহকুমার কড়ুইমুড়া এলাকায়। গত বছর আগস্ট মাসে  ভয়াবহ বন্যার কবলে পড়েছিল ত্রিপুরা রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। দীর্ঘ কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বিশালগড় মহকুমার কড়ুইমুড়ায় হাজির হয়েছিল অভয় মিশন এবং আমেরিকা ভিত্তিক একটি এনজিও।

ত্রাণ সামগ্রী বিতরণ করতে এসে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষোভের দৃশ্য প্রত্যক্ষ করলেন তারা। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ সামগ্রী বিতরণ কেন্দ্রের সামনেই বিক্ষোভ দেখায়। অভয় মিশনের পক্ষে এক কর্মকর্তা জানিয়েছেন বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করা তাদের পক্ষে সম্ভব নয়। এই কারণেই তারা বন্যা কবলিত এলাকা গুলোর ব্লক কিংবা পঞ্চায়েত স্তরে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের নাম চেয়েছেন। ব্লক কিংবা পঞ্চায়েত থেকে নাম পাওয়ার পর তারা হাজির হয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে। সেই অনুযায়ী বিশালগড় মহকুমার কড়ুইমোরা এলাকায় তারা প্রাণ সামগ্রী বিতরণ করতে আসে।

প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ সামগ্রী না পেয়ে রীতিমতো বিক্ষুব্ধ হয়ে উঠে। ত্রাণ সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রকৃত ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন যারা টিলা এলাকায় বসবাস করেছেন তারাও নাকি ত্রান সামগ্রী পেয়েছেন। তাদের প্রশ্ন হচ্ছে টিলা এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। অশ্রু কাতর চোখে মহিলা জানিয়েছেন বহুবার তার কাছ থেকে ফোন নম্বর নেওয়া হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সুবাদে তার ঘরে কোন প্রকারের ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। শুধুমাত্র বিশালগড় মহকুমার নয় রাজ্যের বিভিন্ন মহকুমাতে এখনো কোন ধরনের সাহায্য পাননি বলে অভিযোগ তুলতে শুরু করেছেন বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য