স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৬ ফেব্রুয়ারি : বিদ্যুৎ দপ্তরের বোধজং নগর ১৩৩ কে.বি সাব স্টেশনে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত হল দুই কর্মী। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হল গৌতম বর্মণ ও শচীন্দ্র দেববর্মা। গৌতম বর্মণ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী। তার বাড়ি আসাম। বিদ্যুৎ দপ্তরের অপর এক কর্মী জানান বুধবার রাত্রি থেকে বোধজং নগর ১৩৩ কে.বি সাব স্টেশনে সমস্যা দেখা দেয়।
বৃহস্পতিবার গৌতম বর্মণ ও শচীন্দ্র দেববর্মা বোধজং নগর ১৩৩ কে.বি সাব স্টেশনের ত্রুটি সারাই করতে যায়। ইনকামিং লাইন কেটে তারা সাব স্টেশনে কাজ করার জন্য উঠে। সেই সময় ইনকামিং লাইনে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়। ফলে গৌতম বর্মণ ও শচীন্দ্র দেববর্মা বিদ্যুৎ-এর ছোবলে সাব স্টেশন থেকে পরে যায়। এতে তারা গুরুতর ভাবে আহত হয়। সাথে সাথে তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।