স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৬ ফেব্রুয়ারি : সন্ত্রাসমুক্ত রাজ্যে আবারো গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক যুবক। ঘটনা ধলাই জেলার মানিকপুরের এক জঙ্গলে। আহত যুবকের নাম রত্নজয় রিয়াং। বাড়ি- খাস মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকালে রত্ন জয় ঝাড়ু কাটার জন্য জঙ্গলে যায়। তখন অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাকে উদ্দেশ্য করে গাঁদা বন্দুক দিয়ে গুলি ছোড়ে। ঘটনায় গুরুতর আহত হয় রত্ন জয়। কোনক্রমে জঙ্গল থেকে পালিয়ে সে জনবহুল এলাকায় পৌঁছালে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে।
সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা করে রেফার দেওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রত্ন জয়। তার পরিবারের বক্তব্য রত্নজয়ের কোন শত্রুতা নেই। কারা তার উদ্দেশ্যে গুলি ছুঁড়েছে সেটা বুঝে উঠতে পারছে না। তবে এই ঘটনার দ্বারা বুঝা চায় ত্রিপুরা কতটা সন্ত্রাসমুক্ত। সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে। এ ধরনের গুলি কাণ্ডের ঘটনা প্রতিনিয়ত রাজ্যে ঘটে চলেছে। এর দ্বারা বোঝা যায় মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে পৌঁছেছে। পুলিশ কোন ঘটনারই কিনারা করতে পারছে না। মামলা হাতে নিয়ে তদন্তে নামলেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে পুলিশ।