স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৬ ফেব্রুয়ারি : আট মাসের শিশুর জটিল অস্ত্রপচার হলো জিবি হাসপাতালে। বৃহস্পতিবার এজিএমসি -র কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন ই এন টি বিভাগের অধ্যাপক বিপ্লব নাথ। তিনি বলেন, শিশুটির নাম উজনী চাকমা। শিশুটির বাড়ি নতুন বাজার লেবাইছড়া এলাকায়। শিশুটিকে প্রথমে শ্বাসকষ্ট জনিত রোগের জন্য উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। তারপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক গত ৬ আগস্ট রেফার করেন জিবি হাসপাতালে।
যদি হাসপাতালে আনার পর শিশুটিকে অক্সিজেন দিয়ে প্রথম অবস্থায় রাখা হয়। তারপর শিশুটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার শাসনালীতে এক সেন্টিমিটারের চেয়েও ছোট কোন কিছু একটা আটকে রয়েছে। তারপর ৭ আগস্ট শিশুটির অস্ত্রপ্রচার করা হয়। পরবর্তী সময়ে এটা বের করে আনার পর দেখা যায় সেটা বিদ্যুতিক ধাতব একটি দ্রব্য। যা শিশুটির শ্বাসনালীতে গেঁথে ছিল। বঙ্কোসকপির মাধ্যমে দীর্ঘ দুইঘন্টা চেষ্টা পর এই ধাতব পদার্থটি শিশুটির শ্বাসনালী থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এই মেশিনটি না থাকলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গোহাটি এবং আগরতলাতেই একমাত্র এই পরিষেবা চালু রয়েছে। বর্তমানে শিশুটি অত্যন্ত নিরাপদ রয়েছে। চিকিৎসক আরো জানান এই পরিষেবা গ্রহণ করতে কোন অর্থের প্রয়োজন হয় নি শিশুটির পরিবারের। বিনামূল্যে জিবি হাসপাতালে এই ধরনের পরিষেবা এখন প্রদান করা হয় বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এম এস শংকর চক্রবর্তী সহ কান, নাক এবং গলা বিভাগের অন্যান্য চিকিৎসকরা। তারা জানান, জিবি হাসপাতালে এখন বিভিন্ন জটিল অস্ত্রোপচার করা হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রোগীদের ত্রিপুরার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। জিবি হাসপাতালে বর্তমানে বিভিন্ন চিকিৎসার সুবিধা রয়েছে। পরিষেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এম এস।