স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৬ ফেব্রুয়ারি : গাঁজা কারবারিদের হাতে পৌঁছে গেলে আগ্নেয়াস্ত্র। যা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গাঁজা কারবারিদের হাতে যে আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে তার প্রমান পেল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার ওসি জানান মঙ্গলবার রাতে সোনামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোনামুড়া থানার অন্তর্গত ধনিরামপুরের গভীর জঙ্গলে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। এই সংবাদের উপর ভিত্তি করে সোনামুড়া থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে ধনিরামপুরের গভীর জঙ্গলে গাঁজা বিরোধী অভিযানে যান।
অভিযানে গভীর জঙ্গলের একটি পরিত্যক্ত স্থান থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ একটি এয়ার গান উদ্ধার করে পুলিস। ঘটনাস্থলে বেশকিছু গাঁজা নষ্ট করে ফেলা হয়। এবং ৬০ থেকে ৬৫ কেজি গাঁজা সহ উদ্ধার হওয়া এয়ারগানটি থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের বক্তব্য এই এয়ারগান দিয়ে কাছে থেকে গুলি চালালে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। পুলিশ এয়ারগান উদ্ধার করতে সক্ষম হলেও কাউকে আটক করতে পারে নি। সোনামুড়া থানার পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে।