স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৫ ফেব্রুয়ারি : বিলোনিয়া মহকুমার মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার রাতে হানা দেয় চোরের দল। চোরেরা মিড ডে মিলের তিন বস্তা চাল চুরি করে নিয়ে যায়। বুধবার দশটা নাগাদ এই চুরির ঘটনা নজরে আসে বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মীদের। মিড ডে মিলের কর্মীরা তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ নাথকে চুরির ঘটনাটি সম্পর্কে অবগত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ নাথ তখন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য এবং এলাকাবাসীদের খবর দেয়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন পরিচালন কমিটির সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরাও। প্রধান শিক্ষক সন্তোষ নাথ জানিয়েছেন এই বিদ্যালয় চত্বরে নেশার রমরমা বাণিজ্য চলছে। এই এলাকায় নেশা কারবারিদের আনাগোনা বেশি। নেশাখোরেরাই এই চুরি কান্ড সংগঠিত করেছে বলে তার সন্দেহ। চুরির বিষয়ে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করবেন প্রধান শিক্ষক। এই বিদ্যালয়ে চুরির ঘটনা এই প্রথম। ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের চাল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা এলাকায়।