স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৫ ফেব্রুয়ারি : গত কয়েক মাস ধরে উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন ও বর্তমান পদাধিকারীদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে খন্ড যুদ্ধ চলছে। বিভিন্ন সময়ে মজদুর সংঘের কার্যালয় থেকে প্রাক্তনরা বর্তমান পদাধিকারীদের উপর জুলুম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বর্তমান পরিচালন কমিটির সদস্যদের। অভিযোগ কখনো কখনো শ্রমিকদের ওপর আক্রমণ সংগঠিত করে চলেছে প্রাক্তন রা। ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের শ্রমিকরা কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিয়েছিল।
পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর গত ৩০ জানুয়ারি প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব দাস ও তার সাঙ্গপাঙ্গরা ভয়-ভীতি প্রদর্শন করে শ্রমিকদের বিএমএস এর কার্যালয় ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকি দেয়। এই অভিযোগ এনে বুধবার দুপুরে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের শ্রমিকরা এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে। মিছিলে নেতৃত্ব দেন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত। শ্রমিকরা উত্তর জেলাশাসকের কার্যালয়ের সামনে এদিন ধর্ণায় বসে। পরে চার জনের একটি প্রতিনিধি দল দেখা করে মহকুমা শাসক সজল দেবনাথ এর সঙ্গে। স্থায়ী সমাধান চেয়ে তারা ডেপুটেশন দেয় মহকুমা শাসকের কাছে। ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত জানিয়েছেন তাই সমাধান না হওয়া পর্যন্ত ত্রিপুরা ওয়েল ট্যাংকার বন্ধ থাকবে। বিজেপি বনাম বিএমএস -এর এই লড়াই শুধু মাত্র ধর্মনগরবাসী নয় ত্রিপুরা বাসীর জন্য ও খুবই উদ্বিগ্নতার কারণ। অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা ওয়েল ট্যাংকার বন্ধ থাকলে ব্যাহত হবে গোটা পরিষেবা। যা মোটেও সুখকর হবে না সকলের জন্য।