স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৫ ফেব্রুয়ারি :খুম্পুই কালচারাল একাডেমির উদ্যোগে আগামী ৭ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত সম্প্রীতির উৎসবের আয়োজন করা হয়েছে। তিনদিন ব্যাপী এই উৎসবটি চলবে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের স্কুল মাঠে। উৎসবে মূলত রাজ্যের ১৯ টি জনজাতি ও বাঙালিদের পোষাক প্রদর্শন সহ পাহাড়ি-বাঙালি মিশ্র সংস্কৃতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হবে। এছাড়াও মেলায় থাকবে পাহাড়ি বাঙালির পোষাকের স্টল ও বিভিন্ন ধরনের ফুড স্টল। তাছাড়া উত্তর পুর্বাঞ্চলের রাজ্য গুলিরও ট্রেডিশনাল পোষাক প্রদর্শনী দেখা যাবে মেলা প্রাঙ্গনে।
বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান খুম্পুই কালচারেল একাডেমি সম্পাদিকা পাঞ্চালী দেববর্মা। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য বিকাশ রায় দেববর্মা, অরুন দেববর্মা, মাধব শীল সহ খুম্পুই কালচারাল একাডেমির সদস্যরা। তিনদিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্রেডিশনাল পোষাক প্রদর্শনীতে সকল অংশের সাংস্কৃতিক প্রেমী মানুষের উপস্থিতি একান্ত ভাবে কামনা করেন সংগঠনের সম্পাদিকা তথা বিশিষ্ট সংগীত শিল্পী পাঞ্চালী দেববর্মা।