স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : বাগবাসা থানার নাকা তল্লাশিতে ফের ব্রাউন সুগার সহ আটক দুই যুবক। বাজেয়াপ্ত করা হয়েছে একটি অল্টো গাড়ি। জানা যায় সোমবার গভীর রাতে AS-10A-2075 নাম্বারের একটি অল্টো গাড়িতে করে আসামের শ্রীভূমি জেলার নিলামবাজার থেকে দুই যুবক ত্রিপুরা রাজ্যের সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বাগবাসা থানার নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা সন্দেহ জনক গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়।
তল্লাসি অভিযানে গাড়ি থেকে ৫ টি সাবানের বাক্সে আনুমানিক ৫৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। আটক করা হয় গাড়িতে থাকা মাসরুফ হোসেন ও সোয়েব আক্তারকে। তাদের বাড়ি সোনামুড়া থানাধীন রাঙ্গামাটি ৪ নং ওয়ার্ড এলাকায়। পরবর্তী সময় ধৃতদের ব্রাউন সুগার ও গাড়ি সহ বাগবাসা থানায় নিয়ে যাওয়া হয়। রাতভর বাগবাসা থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ধৃতরা আসামের নিলামবাজার থেকে এই নেশা সামগ্রী ক্রয় করে সোনামুড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে বাগবাসা থানার পুলিশ।