স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : মেট্রো বাজার শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনা রাজধানীর শকুন্তলা রোড এলাকায়। ঘটনার সূত্রপাত বিদ্যুতিক এসি থেকে। শনিবার সকাল বেলা শপিং মলের কর্মীরা দেখতে পান এসি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে।
সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকলের দুটি ইঞ্জিনে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন বিস্তার লাভ করে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। তারপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিমন্ত্রণ আনে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এদিন সকালবেলায়। দঙ্গল কর্মীদের ধারণা শট সার্কিট থেকে এই ঘটনার সংগঠিত হতে পারে।