স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : এলেন মা সরস্বতী যাইবেন কই, হাতে পায়ে ধরিয়া বিদ্যা খানি লই। এটি বাগদেবীর মূল মন্ত্র। রাত পোহালেই বাগ দেবীর আরাধনা। প্রধানত ছাত্র-ছাত্রীদের জন্য বাগদেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী। শাস্ত্রীয় বিধান অনুসারে প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। এবছর ব্যতিক্রম হচ্ছে না। এবছরও মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে দেবীর আরাধনা করতে প্রস্তুতি নিয়েছে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। তিথিটি শ্রী পঞ্চমী এবং বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। ছাত্রছাত্রীরা বিদ্যার দেবীকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূজিত করেন।
এ বছর দুদিন পঞ্চমী তিথি। তাই রবিবার এবং সোমবার দুদিনই শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হবে। এর জন্য বাজারে ভিড় বেড়েছে শনিবার সকাল থেকে। শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা প্রতিমা ক্রয় করা পাশাপাশি পুজোর সরঞ্জাম ক্রয় করতে ব্যস্ত দেখা গেছে। পাশাপাশি এদিন ব্যস্ত ব্যবসায়ীরাও। একই সাথে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজে প্রতিমা নিয়ে যাওয়ার দৃশ্য। নাচ গান করে ছাত্রছাত্রীরা বাজার থেকে প্রতিমা নিয়ে যাচ্ছেন। বেশ জাগজমক ভাবে এ বছরও অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি প্রথাও প্রচলিত রয়েছে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে। পূজার পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত।