আগরতলা, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো লক্ষ্যে শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উত্তর-পূর্ব জাপান ক্যারাভেন শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, ভারত সরকারের জাপানস্থিত হাইকমিশনের প্রথম সচিব তথা জাপান ফাউন্ডেশন এর অধিকর্তা সহ অন্যান্যরা।
ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিদেশের দরবারে তুলে ধরার লক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনাগুলির মধ্যে অন্যতম হল উত্তর-পূর্ব জাপান ক্যারাভেন। শনিবার দুই দিনের এই উত্তর-পূর্ব জাপান ক্যারাভান শুরু হয়েছে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ভারত সরকারের জাপানস্থিত হাইকমিশনের প্রথম সচিব জাপান ফাউন্ডেশন এর অধিকর্তা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী জানান, কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সাথে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ফলে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভাব হয়েছে। এর ফলে ত্রিপুরার কৃষ্টি ও সংস্কৃতি সমৃদ্ধ হবে।