স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জানুয়ারি : মদের বোতল দিয়ে চিকিৎসকের বাড়িতে গভীর রাতে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনা কৈলাসহর দূর্গাপুর এলাকায়। অভিযোগ, কৈলাসহর পুর পরিষদের চৌদ্দ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় শহরের চিকিৎসক তথা সংগীত শিল্পী ডক্টর অয়ন রায়ের বাসভবন। বাসভবনে চিকিৎসক অয়ন রায়ের সাথে তার স্ত্রী এবং বারো বছরের এক কন্যা থাকেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার শেষ করে সাড়ে দশটা নাগাদ তিনজন ঘুমিয়ে পড়েন।
কিন্তু গভীর রাতে কে বা কাহারা হঠাৎ করে বেশ কয়েকটি মদের বোতল দিয়ে ডক্টর অয়ন রায়ের বাড়িতে ঢিল ছোড়তে থাকে। ঢিলের শব্দ শোনতেই অয়ন রায় ঘুম থেকে উঠে দরজা খোলে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করতেই দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। তবে, ডক্টর অয়ন রায় দরজা খোলে দেখতে পেয়েছিলেন যে, দুস্কৃতিকারীরা বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল দিয়ে ঢিল ছুড়তে এবং তিনটি বাইকে প্রায় সাত আটজন দুষ্কৃতিকারী এসেছিল। ডক্টর অয়ন রায় দরজা খোলে ঘরের বাইরে এসে চিৎকার দিতেই দুষ্কৃতিকারী যুবকরা বাইক চালিয়ে পালিয়ে যায়। সাথে সাথেই অয়ন বাবু কৈলাসহর থানায় খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই কৈলাসহর থানার পুলিশ এবং টি.এস.আর বাহিনী ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনার খোঁজ খবর নিয়েছেন বলে জানান অয়ন বাবু। অয়ন বাবু কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।