স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জানুয়ারি : সাব্রুমে আবারো দেবালয়ে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঘটনা বৃহস্পতিবার সাব্রুমের রামকৃষ্ণ সেবাশ্রমে। এদিন সেবাশ্রম থেকে চুরি করে নিয়ে যায় মৃদঙ্গ, হারমোনিয়াম, কাঁসার ঘন্টা, গীতা, ভাগবত সহ অন্যান্য সামগ্রী।
শুক্রবার সকালে বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা সব্রুম থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ইতিমধ্যে এলাকাবাসী চোরদের দ্রুত গ্রেফতার এবং দেবালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। অভিযোগ আগেও শহরের বেশ কয়েকটি দেবালয়ে চুরির ঘটনা ঘটেছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।