স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সমাপ্ত হল সাত দিনব্যাপী শহুরী সমৃদ্ধি উৎসব-২০২৪। এইদিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত সহ অন্যান্যরা।
এইদিনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন ২৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে শহুরী সমৃদ্ধি উৎসব-২০২৪ শুরু হয়েছিল। বিগত বছরের তুলনায় এই বছর মেলায় ভালো ব্যবস্থা হয়েছে। আগামী দিনে আরও ভালো ব্যবসা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বিগত দিনে মহিলাদের গুরুত্ব দেওয়া হয় নি। বর্তমানে মহিলাদের আত্মনির্ভর করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একটা দেশ কিংবা একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে পুরুষ ও মহিলাদের সমান ভাবে এগিয়ে যেতে হবে।