স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : ৪০ হাজার গাঁজা গাছ ধ্বংস করল কলমচৌরা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে কলমচৌড়া থানার ওসি নারু গোপাল দেবের নেতৃত্বে টিএসআর নবম বাহিনীর জওয়ান, বিএসএফ ও কলমচৌরা থানার পুলিশ যৌথ ভাবে গাঁজা বিরোধী অভিযান চালায়। দক্ষিণ কলমচৌড়া, হার্টাকিয়ামুরা, হাসের ডাং এবং বাইদার ডুঙ অঞ্চলে এইদিন গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। এইদিন ধ্বংস করা হয় প্রায় ৪০ হাজার গাঁজা গাছ।
গাঁজা অভিযানে এইদিন কিছু এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করার ফলে এলাকাবাসিরা ফিরে যেতে বাধ্য হয়। কলমচৌরা থানার ওসি জানান সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে এইদিন গাঁজা বিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালীন সময় ৪০ হাজার গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।