স্যন্দন ডিজিটাল ডেস্ক: ২৮ জানুয়ারি : অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস – র (এওজে) উদ্যোগে আয়োজিত “বর্তমান প্রেক্ষাপটের সাংবাদিকতা”- শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ ও মূল্যবোধের বিকাশে গুরুত্ব আরোপ করেছেন বরিষ্ঠ সাংবাদিকরা।
আজ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, শানিত দেবরায়, প্রণব সরকার ও জয়ন্ত দেবনাথ আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করেন। বর্তমান সময়ে পেশাগত নিরাপত্তার চেয়েও দক্ষতা বৃদ্ধি সংবাদ মাধ্যমের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন প্রবীণ সাংবাদিকরা। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণীত না হলেও পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে স্বত : প্রণোদিত নিয়মাবলী এদেশে কার্যকরী রয়েছে।
এক্ষেত্রে সংবাদ মাধ্যমের গুণগতমান অক্ষুণ্ন রাখতে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে সাংবাদিকদের ব্যক্তিগত স্তরে আরো বেশি দায়িত্বশীল ও নীতিবান হওয়ার মত উঠে এসেছে এওজে ‘র আজকের সভায়।
নবীন- প্রবীণ মিলিয়ে ৭০ জন বার্তাজীবী আজকের অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যক্তিগত স্তরে পরিমার্জিত ও পরিশীলিত পরিস্থিতি প্রণয়নের পক্ষে সওয়াল করেন। অর্থনৈতিক মানোন্নয়ন এবং সরকারি সহযোগিতার ব্যাপ্তি আরো কিভাবে সাংবাদিকদের জন্য বাড়ানো যায় সেই ব্যাপারেও অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস’র প্রতি আহ্বান জানান কর্মরত সাংবাদিকরা । সাংবাদিকদের বেতন – ভাতা এবং সুযোগ, সুবিধার সম্প্রসারণ যাতে আরও গুরুত্ব দিয়ে দেখা হয় সে বিষয়েও আলোকপাত করেন কর্মরত সাংবাদিকরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘন ঘন এই জাতীয় আলোচনা সভা ও মতবিনিময় ছোট আকারে হলেও সংগঠিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।