Friday, February 14, 2025
বাড়িরাজ্যবর্তমানে পেশাগত নিরাপত্তার চেয়েও সংবাদ মাধ্যমের দক্ষতা বৃদ্ধি বেশি গুরুত্বপূর্ণ: বক্তব্য বরিষ্ঠ...

বর্তমানে পেশাগত নিরাপত্তার চেয়েও সংবাদ মাধ্যমের দক্ষতা বৃদ্ধি বেশি গুরুত্বপূর্ণ: বক্তব্য বরিষ্ঠ সাংবাদিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক: ২৮ জানুয়ারি   :               অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস – র (এওজে) উদ্যোগে আয়োজিত “বর্তমান প্রেক্ষাপটের সাংবাদিকতা”- শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ ও মূল্যবোধের বিকাশে গুরুত্ব আরোপ করেছেন বরিষ্ঠ সাংবাদিকরা।

      আজ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, শানিত দেবরায়, প্রণব সরকার ও জয়ন্ত দেবনাথ আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করেন। বর্তমান সময়ে পেশাগত নিরাপত্তার চেয়েও দক্ষতা বৃদ্ধি সংবাদ মাধ্যমের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন প্রবীণ সাংবাদিকরা। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণীত না হলেও পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে স্বত : প্রণোদিত নিয়মাবলী এদেশে কার্যকরী রয়েছে।

 এক্ষেত্রে  সংবাদ মাধ্যমের গুণগতমান অক্ষুণ্ন রাখতে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে সাংবাদিকদের ব্যক্তিগত স্তরে আরো বেশি দায়িত্বশীল ও নীতিবান হওয়ার মত উঠে এসেছে এওজে ‘র আজকের সভায়।

      নবীন- প্রবীণ মিলিয়ে ৭০ জন বার্তাজীবী আজকের অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যক্তিগত স্তরে পরিমার্জিত ও পরিশীলিত পরিস্থিতি প্রণয়নের পক্ষে সওয়াল করেন।  অর্থনৈতিক মানোন্নয়ন এবং সরকারি  সহযোগিতার ব্যাপ্তি আরো কিভাবে সাংবাদিকদের জন্য বাড়ানো যায় সেই ব্যাপারেও অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস’র প্রতি আহ্বান জানান কর্মরত সাংবাদিকরা । সাংবাদিকদের বেতন – ভাতা এবং সুযোগ, সুবিধার সম্প্রসারণ যাতে আরও গুরুত্ব দিয়ে দেখা হয় সে বিষয়েও আলোকপাত করেন কর্মরত সাংবাদিকরা।  উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘন ঘন এই জাতীয় আলোচনা সভা ও মতবিনিময় ছোট আকারে হলেও সংগঠিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য