স্যন্দন ডিজিটাল ডেস্ক: ২৮ জানুয়ারি : গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না জিবি হাসপাতালের প্রায় ৬০০ জন সাফাই কর্মী। এমনটাই অভিযোগ এনে ঠিকেদার সংস্থার কর্তাকে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন প্রদান করা হোক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সুলভ কর্মী বলেন, আউটসোর্সিং ঠিকেদারদের অধীনে দীর্ঘদিন ধরে জিবি হাসপাতালেে প্রায় ৬০০ জন সুলভ কর্মী কাজে নিযুক্ত আছেন।
তাদেঁর অভিযোগ, দীর্ঘ তিন মাস ধরে তাদের বেতন প্রদান করা হচ্ছে না। গত ডিসেম্বর মাসে ঠিকেদার সংস্থার কর্তার সাথে দেখা করলে তিনি জানান গত ১৮ ডিসেম্বর তাদের বকেয়া টাকা পরিশোধ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত তাদের বেতন প্রদান করা হয়নি। এবিষয়ে ঠিকেদার সংস্থার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে বেতন প্রদান নিয়ে তালবাহানা করছেন তাঁরা। তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিকেদার সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, গতকাল ব্যাঙ্কে কর্মীদের একমাসের বেতন জমা দেওয়া হয়েছে।
কিছুদিনের মধ্যে ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। তাঁদেরকে একথা জানানোর পরও কেন তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন তিনি তা বুঝতে পারছেন না ।তবে কিছুদিন বাদে বাদেই এই ধরনের অভিযোগ উঠে আসতে ঠিকেদার সংস্থার বিরুদ্ধে। অন্যদিকে জিবি হাসপাতালের সুপারকে এবিষয়ে জানানো হলেও তাদের কাছ থেকে কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছেন না কেউ। ফলে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন জিবি হাসপাতালের সুলভ কর্মীরা। জিবি হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে যদি সুলভ কর্মীরা কর্মবিরতিতে যায় তবে অবস্থা সূচনীয় হতে পারে বলে অভিমত হাসপাতালের রোগী সহ স্বাস্থ্য কর্মীদের।