আগরতলা, ২৭ জানুয়ারি (হি.স.) : সড়ক নিরাপত্তার ক্ষেত্রে যানবহন চালকদের ট্রাফিক রুলস মেনে চলা ও সতর্কভাবে যানবাহন চালানোর জন্য পরামর্শ দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু। পাশাপাশি তিনি বলেন, ট্রাফিক রুলস মেনে চললে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ‘জাগৃতি-২০২৫’ আন্তঃকলেজ ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যুবসমাজ যদি মাদকাশক্ত হয়ে পড়ে তবে দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ বিপন্ন হবে। সমাজকে মাদকাশক্তির গ্রাস থেকে রক্ষা করতে ছাত্রছাত্রীদের প্রধান ভূমিকা নিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।