স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ জানুয়ারি :বেটি বাঁচাও বেটি পড়াও”স্লোগানকে চুল্লিতে জলাঞ্জলি দিয়ে এবার শাশুড়ি ও বউ এর ঝগড়ায় ভাসুরের লাঙ্গঁলের আঘাতে গুরুতর আহত এক গৃহবধূ।জানা গেছে আহত গৃহবধূর নাম সন্ধ্যা নাথ,স্বামী বীরবল নাথ,বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা এলাকার আনন্দবাজার রাজনগর গ্রামে।ঘটনা সোমবার স্বামী বীরবল নাথের বাড়িতে। অভিযুক্ত ভাসুরের নাম বীরবল্লব নাথ,পিতা বঙ্ক নাথ।এই ঘটনার বিষয়ে আহত গৃহবধূ জানিয়েছেন,উনার এক নিকট আত্মীয়’র বিয়ে নিয়ে প্রায় সময় গৃহবধুর সন্ধা নাথের শাশুড়ি,সন্ধ্যা নাথকে বিভিন্ন ভাবে কথা
শোনাতো এবং গৃহবধুর বাবা-মা কে নিয়েও বাজে মন্তব্য করত শাশুড়ি।তারই প্রতিবাদ করায় প্রথমে গৃহবধু সন্ধা নাথের শাশুড়ি গৃহবধূ উপর ক্ষেপে যায় এবং গৃহবধুর ভাসুর বীরবল্লব নাথ তাদের কথাবার্তা শুনে একটা সময় উত্তেজিত হয়ে ছোট ভাইয়ের স্ত্রী সন্ধ্যা নাথ কে হালচাষের লাঙ্গঁল দিয়ে মাথায় এবং হাতে আঘাত করতে থাকে,এতে গুরুতর আহত হয় গৃহবধূ সন্ধ্যা নাথ,তার মাথা ফেটে যায় এবং ডানহাতেও প্রচন্ড আঘাত লাগে।এই ঘটনা প্রত্যক্ষ করে ভাসুর এর স্ত্রী অর্থাৎ গৃহবধূর যা এবং পাশের বাড়ির দুজন মহিলা মিলে পাষণ্ড ভাসুর কে অনেক চেষ্টা করে সেখান থেকে সরিয়ে নেয়,এবং রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়।বর্তমানে ওই গৃহবধূ ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য রাজ্য সরকারের নেতা-মন্ত্রীরা যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়ে বিভিন্ন মঞ্চে ভাষণ দিয়ে থাকেন,সেই জায়গায় এই রাজ্যের মহিলারা কতটা নিরাপদে রয়েছেন সেটা আবারো একবার প্রমাণিত হলো এই ঘটনায়।