স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ জানুয়ারি :রাজ্য প্রশাসন পথ দুর্ঘটনা রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করলেও কোনভাবেই হ্রাস পাচ্ছে না সড়ক দুর্ঘটনা।এবার প্রথম ঘটনাটি সংঘটিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের দিনে অর্থাৎ রবিবার সন্ধ্যা সাতটায় কদমতলা ধর্মনগর মূল সড়কের লালছড়া স্কুল সংলগ্ন এলাকায়।জানা যায় দ্রুতগতিতে বাঁক নিতে গিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে।এতে দুই নাবালক সহ মহিলাদের এক মাছ ব্যবসায়ী গুরতর আহত হয়।পরে খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে।জানা গেছে ঘাতক বাইক দুটি কদমতলা থানার হেফাজতে রয়েছে।আহতরা হলেন আসামের শনবিল ফাকুয়া গ্রামের বাসিন্দা মৎস্য বিক্রেতা জিতেন দাস বয়স (৩৭) ও ধর্মনগর উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা লিটন মালাকার বয়স (১৭)পুষ্পা দেবনাথ বয়স (১১)।
এদিকে সোমবার বিকেলে দ্বিতীয় ঘটনাটি সংঘটিত হয় ধর্মনগরের কৃষ্ণপুর এলাকায়।জানা গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ই-রিক্সা সহ চারজন যাত্রীকে দ্রুত গতিতে এসে স্বজোরে ধাক্কা মারে একটি ছোট প্রাইভেট গাড়ি।এতে আহত হন মমতা বেগম বয়স (৪৫)নিবারণ নাথ,এক নাবালিকা সহ টি আর ০৫ বি ৪০৪৪ নম্বরের টুকটুক চালকও।পরে একটি ছোট গাড়ি করে আহতদের জেলা হাসপাতালে নিয়ে আসার পথে দমকল কর্মীদের অফিসের সামনে থেকে দমকলকর্মীরা তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে দুটি ঘটনায় মোট সাতজনের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে বলে খবর পাওয়া গিয়েছে।