Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যনয়া ভোটারদের উৎসাহিত করলেন রাজ্যপাল

নয়া ভোটারদের উৎসাহিত করলেন রাজ্যপাল

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৫ জানুয়ারি : ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। অন্যান্য বছরের মতো এ বছরের দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। শনিবার রাজভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি জাতীয় ভোটার দিবস উপলক্ষে নয়া ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। একজন আদর্শ ভারতীয় নাগরিক হিসেবে কেউ যাতে ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত না থাকেন। সকলে যাতে অবশ্যই নিজের ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করেন।

 বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারতবর্ষ। আর যারা ভোটাধিকার থেকে বিরত থাকে তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোন অধিকার নেই বলে জানান রাজ্যপাল। আয়োজিত অনুষ্ঠানের শেষে নতুন ভোটারদের হাতে ভোটের আইডি কার্ড এবং গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান রাজ্যপাল। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য