স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৫ জানুয়ারি : চুরি যাওয়া বাইক জঙ্গল থেকে উদ্ধার করল মেলাঘর থানার পুলিশ। জানা যায় কয়েকদিন পূর্বে মেলাঘর থানা এলাকার দশরথ বাড়ির বাসিন্দা আকাশ দেববর্মা নামে এক যুবক TR-07H-7476 নাম্বারের বাইক নিয়ে তৈবান্দাল এলাকার চন্ডীছড়া ঘুরতে যায়। চন্ডীছড়া গিয়ে বাইকটিকে একটি নির্দিষ্ট স্থানে রেখে চণ্ডীছড়া ঘুরে। তারপর সে পুনঃরায় বাইকটি যে স্থানে রেখেছিল
সেখানে গিয়ে দেখতে পায় তার বাইকটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও আকাশ দেববর্মা বাইকটি না পেয়ে মেলাঘর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে মেলাঘর থানার পুলিশ গোপন সংবাদের উপর ভিত্তি করে কাকরাবন থানার অন্তর্গত তুলা মুরা থেকে গুলচান দেববর্মা নামে এক যুবককে আটক করে মেলাঘর থানায় নিয়ে যায়। মেলাঘর থানার ওসি জানান গুলচান দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর সে জানায় তারা তিন জনে মিলে বাইকটি চুরি করে চণ্ডীছড়া এলাকার জঙ্গলে লুকিয়ে রেখেছে। পরবর্তী সময় গুলচান দেববর্মার স্বীকারোক্তি মূলে জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করা হয়েছে।