স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৫ জানুয়ারি : যাত্রীদের সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার করা একাংশ বাস চালক ও কন্ট্রাকটারের নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়েছে। এই সকল বাস চালক ও কন্ট্রাকটাররা কোন কোন সময় যাত্রীদের উপর শারীরিক নিগ্রহ করারও চেষ্টা করেন। বিশেষ করে বিশালগড়ের যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। কারন দূর পাল্লার বাস গাড়ি গুলি বিশালগড়ের যাত্রীদের গাড়িতে তুলতে চায় না। যদিও বিশালগড়ের যাত্রীদের গাড়িতে তুলে তাও তাদের সাথে দুর্ব্যবহার করে। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলছে। এক বছর পূর্বে এই নিয়ে বাস চালক ও কন্ট্রাকটারদের সংগঠনের নেতৃত্বদের নিয়ে বিজেপি বিশালগড় মণ্ডল কার্যালয়ে বৈঠক করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।
সেই সময় বাস চালক ও কন্ট্রাকটারদের সংগঠনের নেতৃত্বরা আশ্বাস দেন এই ধরনের ঘটনা আর ঘটবে না। কিন্তু কিছুদিন যেতে না যেতে পুনঃরায় দূর পাল্লার বাস চালক ও কন্ট্রাকটাররা বিশালগড়ের যাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করে। বিশেষ করে সোনামুড়া মহকুমা এবং গোমতী ও দক্ষিন জেলা গামী বাসের চালক ও কন্ট্রাকটাররা এই ধরনের ঘটনা সংগঠিত করে। সম্প্রতি বিশালগড়ের কিছু ছাত্র বিষয়টি বিশালগড়ের বিধায়কের গোচরে নিয়ে যান। তখন বিধায়ক তাদেরকে পরামর্শ দেন যে বাস গাড়ির চালক তাদের সাথে দুর্ব্যবহার করবে সেই চালকের ছবি ও গাড়ির ছবি তুলে ওনাকে দেওয়ার জন্য। শুক্রবার বিশালগড়ের কয়েকজন ছাত্র-ছাত্রী উদয়পুর গামী একটি বাস গাড়িতে উঠে নাগেরজলা স্ট্যান্ড থেকে। তখন বাসের কন্ট্রাকটার তাদের সাথে দুর্ব্যবহার করে। ছাত্র-ছাত্রীরা তখন বাসের কন্ট্রাকটারের ছবি তুলতে গেলে তাদের উপর শারীরিক নিগ্রহ করার চেষ্টা করে বলে অভিযোগ। শুক্রবারের ঘটনার পর শনিবার বিশালগড়ের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক ও ছাত্র-ছাত্রীরা যেই বাস গাড়ির কন্ট্রাকটার শুক্রবার ছাত্র-ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেছে সেই বাস গাড়িটিকে বিশালগড়ে আটক করে রাখে। বাস গাড়ি আটক করার পর গাড়ির কন্ট্রাকটার পরিস্থিতি বেগতিক দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ও এলাকার বিধায়ক সুশান্ত দেব ঘটনাস্থলে ছুটে যান।
এলাকার বিধায়ক সুশান্ত দেব জানান প্রতিনিয়ত বিশালগড়ের যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে আসছে দক্ষিন জেলা গামী বাস গাড়ির চালকরা। দক্ষিন জেলা গামী বাস গাড়ির চালকরা বিশালগড়ের যাত্রীদের গাড়িতে তুলতে চায় না। শুক্রবারও বিশালগড়ের এক ছাত্রর উপর শারীরিক নিগ্রহ করার চেষ্টা করেছে একটি বাস গাড়ির কন্ট্রাকটার। তাই এইদিন ঐ ছাত্ররা বাস গাড়িটিকে বিশালগড়ে আটক করেছে। তিনি আরও জানান আগেই এই নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু একাংশ বাস গাড়ির চালক ও কন্ট্রাকটার তাদের নেতৃত্বদের নির্দেশ মানতে চাইছে না। এইদিন বাস গাড়ির চালক ও কন্ট্রাকটারদের সংগঠনের নেতৃত্বদের ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে। সংগঠনের নেতৃত্বরা আসছে। নেতৃত্বদের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। সাধারণত দুরপাল্লার গাড়িতে বিশালগড়ের যাত্রী তোলার ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয়। কারন সাব্রুম থেকে যে বাসটি আসে সেই বাসে যাত্রী ফুল থাকলে বিশালগড়ের যাত্রী উঠানোর ক্ষেত্রে একটা সমস্যা হয়। আবার নাগেরজলা থেকে দূর পাল্লার বাসে বিশালগড়ের যাত্রী উঠানো হলে বিশালগড় যাওয়ার পর গাড়ির সিট খালি হয়ে যায়। তারপর সিট খালি অবস্থায় গাড়ি নিয়ে যেতে হয় গন্তব্যস্থলে। এতে করে লোকসান হয় বাস মালিকের। স্বাভাবিক ভাবেই এই সমস্যার সমাধান করতে হলে বিকল্প চিন্তা করতে হবে। এখন দেখার এইদিনের আলোচনার মাধ্যমে বিধায়ক সমস্যার সমাধানের রাস্তা খুজে বের করতে পারেন কিনা।