Sunday, February 16, 2025
বাড়িরাজ্যআর্থিক অভাব অনটনের কারণে সুস্থ হয়ে উঠতে পারছে না পাঁচ বছরের শিশু,...

আর্থিক অভাব অনটনের কারণে সুস্থ হয়ে উঠতে পারছে না পাঁচ বছরের শিশু, ভর্তি জিবি হাসপাতালে

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৫ জানুয়ারি : দুবার অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠতে পারল না পাঁচ বছরের ছোট্ট আয়েশ দাস। হাসপাতালের শয্যায় ঠাকুরমার সাথে বসে সুস্থ হওয়ার প্রহর গুনছে আয়েশ। তার বাড়ি সাব্রুম পূর্ব লোদোয়া এলাকায়। ছোট্ট শিশুটি এক জটিল রোগে আক্রান্ত। গত নভেম্বর মাসে পেটের সমস্যার জন্য শিশুটির বাবা প্রথমে সাব্রুম হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর শান্তিরবাজার হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক রেফার করে জিবি হাসপাতালে। তারপর জিবি হাসপাতাল আনার পর কোন কিছুদিন ভর্তি রাখার পর জিবি হাসপাতালে অপারেশন করা হয়।

অপারেশনের পর শিশুটি কিছু সুস্থ হওয়ার পর জিবি হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়। তারপর জিবি থেকে বাড়ি যাওয়ার পর পেটে আবার ব্যথা শুরু হয়। পরে আবার জিবি হাসপাতালে ভর্তি করেন শিশুটির বাবা। তারপর দ্বিতীয়বার অপারেশন করা হয়। কিন্তু তারপরও শিশুটি শারীরিক সমস্যার কাটিয়ে উঠতে পারেনি। কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরিবারকে জানিয়েছে তারা আবার অপারেশনের প্রয়োজন রয়েছে। এবং এই অপারেশনের জন্য শিশুটির পরিবারের অনেক অর্থের প্রয়োজন। শিশুদের বাবা দিনমজুর। এত টাকা জোগাড় করা শিশুটির পরিবারের কাছে বড় কঠিন হয়ে পড়েছে। সরকার এবং বিভিন্ন এনজিও সংস্থা সহ জনগণ সহযোগিতা করলে শিশুটি বাঁচার দিশা পাবে। শিশুটি পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে আর্থিক সহযোগিতার আবেদন জানান। বর্তমানে শিশুটি জিবি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড ভর্তি রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য