স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৫ জানুয়ারি : কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধ খুব শীঘ্রই সংস্কার করা ও পুনঃনির্মান করা এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ যে অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে, এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করা হয়।
কৈলাশহরের বিমানবন্দর সংলগ্ন এলাকায় এদিন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন। রাস্তা অবরোধে নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান। শনিবার সকাল দশটা থেকে এই রাস্তা অবরোধ শুরু হয়। এই অবরোধের ফলে রাস্তার দুইপাশে শত শত গাড়ি আটকে পড়েছে এবং নিত্য যাত্রী সহ পথচারীরা নাজেহাল। রাস্তা অবরোধস্থলে কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার এবং কৈলাসহর ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ, টি.এস.আর ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মজুত রয়েছে। অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা জানান, কৈলাসহর মহকুমায় মনু নদীর পাড়ের বাঁধের অবস্থা খুবই ভয়াবহ। খুব শীঘ্রই এই বাঁধ সংস্কার কিংবা পুননির্মাণ করা না হলে আসন্ন বর্ষাকালে গোটা কৈলাসহর জলের নীচে তলিয়ে যাবে। তাছাড়া দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার যেভানে অবৈধ বাঁধ নির্মাণ করছে তারও তীব্র সমালোচনা করেন।
বিধায়ক আরও জানান যে, আজ রাতেই তিনি রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করে বলবেন যে, খুব শীঘ্রই কৈলাসহরে এসে মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শন করার জন্য এবং বাংলাদেশ সরকারের অবৈধ বাঁধ দেখে যাবার জন্য। তিনি আরো বলেন, কিছু দিন পূর্বে কৈলাসহরের মাগুরুলী গ্রামে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যেভাবে বাংলাদেশের নাগরিকরা বি.এস.এফ জওয়ানদের আক্রমণ করেছে এবং বি.এস.এফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেবার চেস্টা করেছিলো তারও তীব্র নিন্দা জানানো হচ্ছে।