স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৫ জানুয়ারি : ২৫ জানুয়ারি তথা শনিবার ১৫ তম জাতীয় ভোটার দিবস পালন করা হয়। ভোটার দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এবারে ভোটার দিবসে থিম হলো “ভোটের মতো কিছুই নয়, ভোট দেব আমি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য নির্বাচন কমিশনার কমিশনার শরবিন্দ চৌধুরী, ইলেকট্রল অফিসার ব্রিজে পান্ডে, এডিশনাল চিফ ইলেকট্রল অফিসে উষা জৈন মগ, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ২০২৫ সালের জাতীয় ভোটার দিবসের ক্যালেন্ডার উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। অনুষ্ঠানের শেষে নতুন ভোটারদের উৎসাহিত করতে তাদের হাতে ভোটার আইডি কার্ড তুলে দেওয়া হয়। এবং তাদের নতুন ভোটার হিসেবে শুভেচ্ছা জানান প্রশাসনিক আধিকারিকরা।