স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নয়া দিল্লির কার্তব্য পথে অন্যান্য বছরের ন্যায় এই বছরও কুচকাওয়াজ প্রদর্শন করা হবে। এই বছর নয়াদিল্লির কার্তব্য পথে রাজ্যের কুচকাওয়াজে স্থান পাবে চতুর্দশ দেবতা মন্দির। সেখানে রাজ্যের ৬ জন পড়ুয়া অংশগ্রহণ করবে। শুক্রবার ওবিসি কল্যাণ অধিদপ্তরের অফিসে নির্বাচিত ৬ পড়ুয়াকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, নয়া দিল্লির কার্তব্য পথে কুচ কাওয়াজে রাজ্যের পড়ুয়ারা অংশগ্রহণ করবে। এইটা রাজ্যের জন্য একটা গৌরবের বিষয়। যারা কুচকাওয়াজে অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে তিনি বলেন দিল্লির দর্শনীয় স্থানগুলি ঘুরে আসার জন্য। এবং সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করবে, রাজ্যে এসে সেই অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য।