স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান শ্লোগানকে সামনে রেখে জাতীয় কংগ্রেস দেশজুড়ে আন্দোলন কর্মসূচি জারি করেছে। এর মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা। কারণ বর্তমান সময়ে দেশের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ হলো পবিত্র সংবিধান পাল্টে দেওয়ার জন্য ভয়ংকর প্রচেষ্টা শুরু করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার অঙ্গ হিসেবে আগামী ২৬ জানুয়ারি জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান শ্লোগানকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যেও এক কনভেনশন অনুষ্ঠিত হবে। এ কনভেনশন অনুষ্ঠিত হবে কুমারঘাটে।
শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টির চালিকাশক্তি আরএসএস জন্মলগ্ন থেকেই স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে এসেছে। এই আর এস এস দেশের স্বাধীনতা আন্দোলনের যেমন অস্বীকার করেছে, তেমনি তারা একটা সময় পর্যন্ত দেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে মান্যতা দেয়নি। এখন দেখা যাচ্ছে তারা দেশের পবিত্র সংবিধানকে পর্যন্ত মান্যতা দিতে চাইছে না। আর এস এস পরিচালিত বিজেপি নেতৃত্বাধীন সরকার চাইছে দেশে মনো সংহিতার সংবিধান চালু করতে। তাই তাদের পরিকল্পনার বিরোধিতা করে আন্দোলনের ঘোষণা করেছে কংগ্রেস বলে জানান তিনি।