Monday, February 10, 2025
বাড়িরাজ্যত্রিপুরাকে গুজরাটের মতো মডেল স্টেট তৈরি করতে কোন ত্রুটি রাখা হচ্ছে না...

ত্রিপুরাকে গুজরাটের মতো মডেল স্টেট তৈরি করতে কোন ত্রুটি রাখা হচ্ছে না : মুখ্যমন্ত্রী

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : শুক্রবার নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে ১৬ তম শিশু মেলা উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর বড়দোয়ালী স্থিত মধ্যপাড়া এলাকায় নব অঙ্গীকার সামাজিক সংস্থা প্রাঙ্গনেই এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, রাজ্যে বিরোধীরা বিভিন্ন সময় দাবি করে আইনের শাসন নেই। কিন্তু রাজ্যে আইনের শাসন এবং শান্তির পরিবেশ বজায় রয়েছে।

মুখ্যমন্ত্রী উদাহরণ তুলে ধরে বলেন, দশ বছর আগে মধ্যপাড়া এলাকায় আসাটাই ভয়ানক বিষয় ছিল। বিশেষ করে রাতের বেলা অসম্ভব বিষয় ছিল। এই কথাগুলি এলাকাবাসী ভুলে গেলে চলবে না। তবে দু একটি ঘটনা হয়। কিন্তু এই ঘটনাগুলি একেবারে রুখে যাওয়া সম্ভব নয়। থানা পুলিশ আছে এবং এই ঘটনাগুলি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও এ ধরনের ঘটনা কোনভাবেই যাতে না হয় সেদিকে লক্ষ্য থাকবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রক্তদান শিবিরের মত সামাজিক কর্মসূচি সংগঠিত করলে সবার মধ্যে আরও বেশি ঐক্যতা গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন বেকারত্বের জন্য যুবসমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে না। দেখা যায় বহু ভালো ছাত্র ছাত্রী এবং ভালো পরিবারের ছেলে মেয়েরা নিজের অস্তিত্ব দেখাতে গিয়ে নেশার পথ অবলম্বন করছে। কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর।

 যেমন সরকারি চাকরি দিচ্ছে, অপরদিকে স্টার্ট আপ স্কিমের মাধ্যমে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এগুলি সম্ভব হচ্ছে রাজ্যের শান্তির পরিবেশ বজায় আছে বলে। কিন্তু তারপরেও রাজ্যের বিরোধী দলগুলি দাবি করছে রাজ্যের আইনের শাসন নেই। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুড়ে বলেন যদি আইনের শাসন এবং শান্তির পরিবেশ না থাকে তাহলে রাজ্যের উন্নয়ন কিভাবে সংঘটিত হচ্ছে? মুখ্যমন্ত্রী আরও বলেন তিনি সব সময় খবরের চ্যানেলের দিকে লক্ষ্য রাখেন। যদি কোন জায়গায় কোন ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে সাথে সাথে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় বিষয়টি তদন্ত করার জন্য। মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে আরো বলেন, বিভ্রান্ত করার চেষ্টা অনেকেই করবে। সরকারের মূল উদ্দেশ্য হবে জনগণের আস্থা যাতে সরকারের উপর থাকে। এবং সেই আস্থা পাঁচ বছর অন্তর অন্তর আসে। তাই প্রধানমন্ত্রীর আদর্শকে সামনে রেখে রাজ্যে সরকার পরিচালনা হচ্ছে। আগামী দিন ত্রিপুরাকে মডেল টেস্ট হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে ত্রিপুরা জিএসডিপি দ্বিতীয় স্থানে রয়েছে। সব ক্ষেত্রেই ত্রিপুরা এখন অন্যান্য রাজ্য থেকে এগিয়ে আছে। সুতরাং ত্রিপুরাকে গুজরাটের মতো মডেল স্টেট তৈরি করতে কোন ত্রুটি রাখা হচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি। রক্তদাতাদের শুভেচ্ছা জানান। এদিন রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আয়োজিত শিবিরে স্থানীয় কাউন্সিলর শম্পা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য