Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যবক্স কালভার্টটি বেহাল দশা, হতাশ জনসাধারণ

বক্স কালভার্টটি বেহাল দশা, হতাশ জনসাধারণ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৩ জানুয়ারি : গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের জারুলবাচাই নতুনবাজার এলাকায় বাজারের রাস্তার উপর বক্স কালভার্টটি বেহাল দশা। কাজটি টেন্ডার হলেও শুরু হয়নি। প্রতিদিন শত শত মানুষ এ কালভার্টটি দিয়ে যাতায়াত করে। কিন্তু সকলকে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। শুধু তাই নয় বাইক ও স্কুটি নিয়ে যাতায়াত করে বহু মানুষ।

তাদের অভিযোগ, বক্স কালভার্টটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বহুবার স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকদের অবগত করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সবটাই রাজনৈতিক দলের বিষয় বলে অভিমত স্থানীয়দের। তারা আরো জানায় বর্ষার দিনে তাদের বড় সমস্যা হয়। এছাড়াও শুখা মরশুমে সময়ও তাদের বহুদূর দিয়ে ঘুরে যেতে হয়। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় তারা অত্যন্ত হতাশ। ধারণা এ বছর বক্স কালভার্টটি সংস্কার হতে পারে। উল্লেখ্য, সুশাসন জামানায় মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা দুবার বৃদ্ধি পেলেও মানুষের সমস্যা সমাধান হচ্ছে না। বক্স কালভার্টটির সম্পর্কে এলাকার বিধায়ক ভালো করে অবগত রয়েছেন। কিন্তু সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করছে না। ট্রিপল ইঞ্জিন সরকারের এখন আমলে মন্ত্রী বিধায়কদের এমন কাজকর্ম হয়তো প্রত্যন্ত এলাকায় আরো অহরহ রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য