স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল : রাজ্য সফরে এসে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহাকুমার সিপাহীজলা পর্যটন কেন্দ্রটি দেখার জন্য যান কেন্দ্রীয় রেল দপ্তর রাষ্ট্রমন্ত্রী রাও সাহেব পাটিল ডেলবে সহ প্রশাসনের এক প্রতিনিধি দল। কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী রাও সাহেব পাটিল ডেলবের পরিদর্শনকে কেন্দ্র করে সিপাহীজলা পর্যটন কেন্দ্রে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়। সিপাহীজলা পর্যটন কেন্দ্রে কেন্দ্রীয় রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর সফরের সময় বনদপ্তর আধিকারিকরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সিপাহীজলা পর্যটন কেন্দ্রে আসার পর ছোট গাড়ি করে চিড়িয়াখানা পশুপাখিদের ঘুড়ে দেখেন। পশুপাখিদের বিষয়ে পর্যটন কেন্দ্রের বনদপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন। কেন্দ্রীয় রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রাও সাহেব পাটিল ডেলবে জল হস্তি সহ বিভিন্ন পশু পাখিদের ঘুরে দেখেন। এছাড়া সিপাহীজলা চিড়িয়াখানা পশু পাখিদের খোঁজ-খবর নেন। কেন্দ্রীয় রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রাও সাহেব পাটিল ডেলবে বলেন সিপাহীজলায় বেশ কিছু প্রানী তিনি প্রথম বার দেখেছেন। তিনি পর্যটকদের উদ্দেশ্যে বলেন বাইরে গিয়ে যারা সৃষ্টির সৌন্দর্য দেখেন তাদের দেশের সৌন্দর্যকেও দেখা উচিৎ। উত্তর পূর্বাঞ্চলে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরার সৃষ্টি নৈসর্গীক। দেশের বাইরে থেকে যে সমস্ত পর্যটক আসেন তাদের রাজ্য গুলিতে আনার পরিকল্পনা নিক সরকার বলে গুরুত্ব আরোপ করেন তিনি।