Sunday, February 9, 2025
বাড়িরাজ্যগড়িয়া পূজা শুরু

গড়িয়া পূজা শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল : বৃহস্পতিবার সারা রাজ্যে জাঁকজমকভাবে শুরু হয় গড়িয়া পূজা। এদিন উজান অভয়নগরে নেতাজি ক্লাবের উদ্যোগে ৩০ তম বাবা গড়িয়া পূজার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন।

 আগামী দিনে ত্রিপুরা মানুষের সুখ শান্তি বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে সুখ সম্প্রীতি আরো বেশি বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। আগে রাজ্যবাসীর জানত এটি শুধু জনজাতিদের পুজো। কিন্তু বর্তমানে এটি রাজ্যের সব অংশের মানুষকে নিয়ে ব্যাপক জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। অর্থাৎ গড়িয়া পূজা সার্বজনীন পূজা হয়ে গেছে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পূজাকে কেন্দ্র করে এলাকায় একটি মেলার আয়োজন করা হয়েছে। এদিন দূরদূরান্ত থেকে মানুষ পূজা এবং মেলায় অংশগ্রহণ করে। দু’দিনব্যাপী সারা রাজ্যের চলবে গড়িয়া পূজা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য