স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল। বিভিন্ন সামাজিক কাজে সংগঠনগুলি এগিয়ে আসছে, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে সরকার পরিবর্তনের পর ।মানুষের মনোবৃত্তি অনেক পরিবর্তন হয়েছে। আগে যা ছিল না। এখন মানুষ মানুষের জন্য কাজ করতে চায় ।
সবই হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার থাকায়। উত্তর জেলা বি এম এস এর উদ্যোগে গরীব দুঃস্থদের সপ্তাহে এক বেলা খাবারের যে আনুষ্ঠানিক উদ্বোধন হয়,তা করতে এসে কথাগুলো বললেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি এম এস এর উত্তর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব দাস, ধর্মনগর বি এম এস এর মহাকুমা সভাপতি সুব্রত রুদ্র পাল, জেলা পরিষদের সদস্য জয় জিৎ শর্মা, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ অন্যান্যরা। উত্তর জেলার বিএমএসএফ এ উদ্যোগকে সাধুবাদ জানান উপাধ্যক্ষ। জেলা সম্পাদক বিপ্লব দাস জানান পরিকল্পনা রয়েছে সপ্তাহে একবারের পরিবর্তে দুই বা তিন দিন করে খাবারের ব্যবস্থা করা যায় কিনা। তা নিয়ে তারা চিন্তাভাবনা করা হচ্ছে। আজ ধর্মনগর শিশু বিজ্ঞান উদ্যানের সামনে এই আনুষ্ঠানিক সূচনা হয় এবং প্রথম দিন 200 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। এই প্রয়াস অব্যাহত চলবে বলে বি এম এস এর পক্ষ থেকে জানানো হয়।