Monday, February 17, 2025
বাড়িরাজ্যনেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন করলো কংগ্রেস এবং বিজেপি

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন করলো কংগ্রেস এবং বিজেপি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৩ জানুয়ারি : ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি এক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন প্রদেশ বিজেপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে দিনটি পালন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য।

 উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। ভারত সরকার দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়। দেশের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। এই দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্মরণ করা হয়। প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও পালণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা সহ কংগ্রেস দল ও তার শাখা সংগঠন গুলির পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান বৃহস্পতিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। সমগ্র দেশের সাথে রাজ্যেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে। দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। বর্তমানে সঙ্কট জনক পরিস্থিতির মধ্যদিয়ে দেশ যাচ্ছে। দেশে সঙ্কট ময় অবস্থা চলছে। যারা বর্তমানে দেশের শাসন ক্ষমতায় রয়েছে তারা দেশের সংবিধানকে মুছে দিতে চায়। নেতাজির অনুপ্রেরনা নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে সকলকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য