স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৩ জানুয়ারি : ২৩ জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। সমগ্র দেশের সাথে রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এইদিন রাজধানীর মহারাজগঞ্জ বাজার স্থিত নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল।
পরে এক সাক্ষাৎকারে রাজ্যপাল জানান দেশের স্বাধীনতার জন্য বহু মানুষ লড়াই করছে। কিন্তু স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতৃত্বের মধ্যে এক জন ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। স্বাধীনতা আন্দোলনে যুবদের যুক্ত করার কাজ করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তাঁর জন্মদিন সমগ্র দেশ জুড়ে পালন করা হচ্ছে। যুব সমাজের কাছে অনুপ্রেরনা নেতাজি সুভাষ চন্দ্র বসু।