স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৩ জানুয়ারি : সন্তান জন্ম হওয়ার সময় অস্ত্রপাচারে মারাত্মক ভুলের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। সন্তান জন্মের পর থেকে সঙ্কটাপন্ন তরুণী বধূ। ঘটনা খোয়াই তবলাবাড়ি এলাকায়। গৃহবধুর নাম অনিমা তাঁতি এবং স্বামীর নাম বিশ্বজিৎ তাঁতি।
স্বামীর অভিযোগ, গত ৭ ডিসেম্বর চেবরি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তার স্ত্রী অনিমাকে। সেখান থেকে খোয়াই হাসপাতালে রেফার করা। পরেরদিন দুপুরবেলা চিকিৎসক অঘ্যমূল্য দেববর্মা মহিলার ডেলিভারি করেন। কিন্তু তারপর দুদিন যাবৎ প্রস্রাব না করায় মহিলাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালের চিকিৎসক নাকি বলেন অনিমা তাঁতির কিডনিতে সমস্যা রয়েছে। অথচ আগে কখনও মহিলার এই সমস্যা হয়নি। যে চিকিৎসক খোয়াই হাসপাতালে মহিলার ডেলিভারি করেছিলেন তিনি আগে থেকে প্রাইভেট চেম্বারে তাকে দেখেছেন। তিনি কখনো অনিমা তাঁতির কিডনি সংক্রান্ত রোগ রয়েছে বলে কিছু জানান নি। এদিকে জিবি হাসপাতালে মহিলার পাঁচবার ডায়ালাইসিস হয়েছে। তারপর মহিলার পস্রাব হলেও শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে।
মহিলার স্বামীর অভিযোগ চেবরি হাসপাতালে অপারেশনে মারাত্মক ভুলের কারণেই তার স্ত্রীর এই অবস্থা হয়েছে। তার অনুমান কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্যমূল্য দেববর্মা প্রস্রাবের নালী কেটে ফেলেছে। কারণ তার স্ত্রী ডেলিভারির আগে কখনো কিডনি জনিত সমস্যা লক্ষ্য করেন নি। শারীরিক কোন সমস্যাই ছিল না। কিন্তু সন্তান জন্ম হওয়ার পর থেকেই এই সমস্যা নতুন করে দেখা দিয়েছে। তাই এ সমস্যার জন্য চিকিৎসককে তাই করলেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তে দাবি জানিয়ে থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।