স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৩ জানুয়ারি : সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির ২৪ তম সম্মেলনের পূর্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় শেষ বৈঠক। রাজধানীর মেলারমাঠস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ পার্টির রাজ্য কমিটির অন্যান্য সদস্য সদস্যারা।
সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান এদিনের বৈঠকে মূলত আসন্ন দলের রাজ্য সম্মেলনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। কর্মসূচির মধ্যে অন্যতম হল পার্টির বিগত তিন বছরের রাজনৈতিক এবং সাংগঠনিক রিপোর্ট তৈরি করা। সিপিআইএম দল অন্যান্য দলের থেকে পৃথক। আগামি ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি দলের রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে।