Tuesday, February 11, 2025
বাড়িবিনোদনপ্রয়াগরাজে অনুপম খের ।

প্রয়াগরাজে অনুপম খের ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জানুয়ারি: প্রয়াগরাজে অনুপম খের । বৃহস্পতিবার মহাকুম্ভে যোগ দিয়ে পুণ্যস্নান করলেন বলিউডের প্রবীণ অভিনেতা। এদিন ভোরে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে ডুব দিয়ে দারুণ অনুভূতি অনুপমের। প্রথমবারের সেই অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

এক্স হ্যান্ডেলে নিজের পুণ্যস্নানের ভিডিও শেয়ার করেছেন অনুপম খের। সেখানেই দেখা গেল, উন্মুক্ত শরীরে ধুতি পরে গঙ্গায় ডুব দিয়ে করজোরে মন্ত্রজপ করছেন তিনি। প্রবীণ অভিনেতা জানালেন, “মহাকুম্ভে যোগ দিয়ে গঙ্গাস্নান করে মনে হল আমার জীবন ধন্য হয়ে গেল। এই প্রথমবার মন্ত্রজপ করলাম মা গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, অনুভব করলাম চোখ থেকে আপনাআপনি ঝরঝর করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। কী কাকতালীয় বিষয় দেখুন! আজ থেকে ঠিক একবছর আগে যেদিন রামলালার প্রাণপ্রতিষ্ঠা ছিল, সেদিনও একদম এরকমই অনুভূতি হয়েছিল অযোধ্যার রামমন্দিরে গিয়ে। জয় সনাতন ধর্মের জয়।”

১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ ইতিমধ্যেই জমে উঠেছে ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। এবার অনুপম খেরও শামিল হলেন সেখানে। জানা গিয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি আস্থার ডুব দিতে মহাকুম্ভে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রয়াগরাজে গঙ্গাপুজো করার পাশাপাশি অমৃতস্নান করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে সেই শিবরাত্রি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ফের অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ মৌনি অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে। তার প্রাক্কালেই মহাকুম্ভে পুণ্যস্নান অনুপম খেরের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য