স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল : রেগায় বছরে ২০০ দিনের কাজ, দৈনিক মজুরি ৬০০ টাকা বৃদ্ধি দাবি সহ বাজেটে রেগায় বরাদ্দ কমানোর প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স
ভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে। তিনি জানান বিজেপি সরকারের আমলে দেখা যাচ্ছে মন্ডলের নেতারা রেগা শ্রমিকদের সাথে বোঝাপড়া করে শ্রমিকদের ন্যায্য মূল্য থেকে একটা অংশ অর্থ নিজেদের পকেটে নিয়ে যাচ্ছে এবং শ্রমিকদের রেগার কার্ড আটকে রাখছে। তাই শ্রমিকদের স্বার্থে তাদের ২০০ দিনের কাজ এবং রেগা মজুরি ৬০০ টাকা করার দাবি জানানো হচ্ছে। গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্য এই কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি এদিন তিনি তোপ দাগলেন সরকারের বাজেট নিয়ে। এবং সদ্যসমাপ্ত বাজেটে যে ২৫ হাজার টাকা রেগা ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন রেগা শ্রমিকদের এগিয়ে আসতে হবে। সারা রাজ্যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হল সভা, মিছিল, পথসভা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করা হবে। পাশাপাশি সরকারের এ ধরনের জনবিরোধী নীতি বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে এসে লড়াই করার আহ্বান জানান তিনি।