স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জানুয়ারি : সাত সকালে উদয়পুরের মহারানী এলাকায় যান দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। মৃত মহিলার নাম সুখদেবি জমাতিয়া। গুরুতর ভাবে আহত হল কর্ম দয়াল জমাতিয়া নামে আরও একজন। জানা যায় কর্ম দয়াল জমাতিয়া তার স্ত্রী সুখদেবী জমাতিয়াকে নিয়ে অটোতে করে খুমুলুং যাচ্ছিল।
মহারানী এলাকায় একটি মালবাহী ট্রাক গাড়ি যাত্রীবাহী অটোটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুর্ঘটনার কবলে পড়ে অটোটি। গুরুতর ভাবে আহত হয় কর্ম দয়াল জমাতিয়া ও তার স্ত্রী সুখ দেবী জমাতিয়া। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই সুখ দেবী জমাতিয়ার মৃত্যু হয়েছে। সুখ দেবী জমাতিয়ার মাথা থেঁতলে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে নেমেছে।