Saturday, February 8, 2025
বাড়িরাজ্যশিল্প ও বাণিজ্য মেলা ২৯ জানুয়ারি থেকে

শিল্প ও বাণিজ্য মেলা ২৯ জানুয়ারি থেকে

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জানুয়ারি : আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৩৫ তম শিল্প ও বাণিজ্য মেলা। এই মেলা রাজধানীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে মেলার উদ্বোধন হবে। বুধবার শিল্প ও বাণিজ্য দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। মন্ত্রী আরো বলেন, বিগত বছরের মতো এবছরও মেলায় থাকবে আধুনিক প্রযুক্তির প্রদর্শন। স্টার্টআপ, ড্রোন প্রযুক্তি, বিদ্যুতিক গাড়ি, স্বয়ংক্রিয় মেশিন ইত্যাদির মত আধুনিক প্রযুক্তির প্রদর্শন করবে ত্রিপুরার বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান ও সংস্থা।

অংশগ্রহণকারী হবে সরকারি দপ্তর, পি এস ইউ, বেসরকারি সংস্থা, স্থানীয় উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা। আন্তর্জাতিক এবং জাতীয় খ্যাতিনামা সদস্যরাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবে। এবং বিভিন্ন প্রদর্শন সামগ্রীর মধ্যে হবে হস্ত শিল্প, পোশাক, গহনা, আসবাবপত্র, বিদ্যুতিক সরঞ্জাম, অটো মোবাইল, কৃষি ও উদ্যান সংক্রান্ত এবং খাদ্য সরঞ্জাম। এবছর মেলায় স্থানীয় ব্যবসায়ীদের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত বছর ২৬৯ জন ব্যবসায়ী মেলায় অংশ নিয়েছিল। এ বছর ৫১৫ জন ব্যবসায়ীকে মেলায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, মেলা চলাকালীন ডিস্টিনেশন ত্রিপুরা ঃ বিজনেস কমক্লিভ ৭ ও ৮ ফেব্রুয়ারি আগরতলা হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত হবে। যেখানে রাজ্যের পাশাপাশি বহিঃ রাজ্যের ১৫০ জনেরও বেশি বিনিয়োগকারী অংশ নেবে।

রাজ্যে বিনিয়োগের সম্ভাবনার প্রদর্শন করার জন্য এটি একটি প্লাটফর্ম তৈরি করবে। এর মধ্যে পর্যটন, তথ্য প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মত নির্দিষ্ট পরিষেবা খাতের উপর বিশেষ আলোকপাত করা হবে। এই কনক্লেভের লক্ষ্য ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের একটি প্রধান বিনিয়োগের গন্তব্য হিসেবে স্থান দেওয়া। এবং সামগ্রিক বিকাশ এবং জাতীয় অর্থনীতির সাথে সংহতকরণের অবদান রাখা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য বিভাগের নবাদল বণিক, দপ্তরের আধিকারিক কিরণ গিত্যে সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য