Monday, February 17, 2025
বাড়িরাজ্যশিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ

শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জানুয়ারি : আগরতলা প্রজ্ঞা ভবনে বুধবার ত্রিপুরার বায়োটেকনোলজিক কাউন্সিলের উদ্যোগে ডি এন এ ক্লাব অ্যাক্টিভিটিসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, বিজ্ঞান মানুষের মধ্যে নিয়ে যেতে হবে।

আর এটা সম্ভব হবে যারা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী রয়েছে তাদের দ্বারা। তাই বিজ্ঞান গবেষকদের দ্বারা একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। মোট ৪০টি উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। তাদের একসাথে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে বিজ্ঞান চিন্তাধারা মানুষের মধ্যে পৌঁছানো সম্ভব হবে। বিজ্ঞান ছাড়া দেশকে উন্নত রাষ্ট্রের খেতাব লাগানো সম্ভব নয়। তাই ভারতকে উন্নত রাষ্ট্রের খেতাব পেতে হলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য