স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: দেবরের হাতে আক্রান্ত হয়ে অপমান সহ্য করতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর। মৃত গৃহবধূর নাম মলিনা নমঃ। অভিযুক্ত দেবরের নাম সজল নমঃ। ঘটনা রাজধানীর শ্রীনগর থানায় এলাকায়। পুলিশের কাছ থেকে জানা যায় গত ১২ ডিসেম্বর অভিযুক্ত দেবর সজল তার বৌদির সাথে ঝগড়া করে। পরবর্তী সময় তার বৌদি মলিনা নমঃ নিজ শরীরে আগুন লাগিয়ে দেয়। বাড়ির লোকজনদের নজরে আসার পর নিয়ে আসা হয় আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তারপর সেখান থেকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে।
কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যু হয় গৃহবধুর। গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের পক্ষ থেকে একজন মামলা করা হয় থানায়। পুলিশের মামলা হাতে নিয়ে ঘটনা তদন্তে নামে। মঙ্গলবার অভিযুক্ত সজলকে গ্রেফতার করে পুলিশ। এদিকে অভিযুক্ত সজলের বক্তব্য, সেদিন তার বৌদি তার মায়ের সাথে ঝগড়া করে মারতে গিয়েছিল। তখন সে গিয়ে তার বৌদিকে ধাক্কা দেয়। তারপরেই এই ঘটনা সংঘটিত হয়।