স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: খোয়াই ব্লকের চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত পশ্চিম গণকী উপস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে উঠেছে চরম উদাসীনতার অভিযোগ। উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত কর্মী অসিত দেবের বিরুদ্ধে কর্তব্য ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে। এই উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য কর্মীরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ সহ সুঁই ব্যান্ডেজ তুলা সহ অন্যান্য ব্যবহৃত জিনিসপত্র ও বর্জ্য উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে ফেলে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
অথচ নিয়ম হলো এসব সুঁই ব্যান্ডেজ তুলা ব্যবহারের পর মাটি চাপা দেওয়ার। আবার মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলোকে ধ্বংস করে দিতে হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ধ্বংস করার দায়িত্ব শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। কোন উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীর মেয়াদ উত্তীর্ণ ঔষধপত্র ধ্বংস করার এক্তিয়ার নেই। কিন্তু পশ্চিম গনকী উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী অসিত দেব এসব নিয়ম মেনে চলছেন না বলে অভিযোগ উঠেছে। পশ্চিম গণকী উপ স্বাস্থ্য কেন্দ্রের কমপ্লেক্সের ভেতরেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
ফলে উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষধের বোতল সহ ব্যাবহার করা সুঁই ব্যান্ডেজ তুলো ইত্যাদি রীতিমতো বিপজ্জনক হয়ে উঠছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়াদের জন্য। তাছার বাইরে ডাস্টবিনে উপ স্বাস্থ্য কেন্দ্রের ঔষধ মেয়াদ থাকা ওষধ ও পড়ে রয়েছে। কেন্দ্র ছোট ছোট শিশুদের পায়ে ফুটছে এগুলো। এরকম ঘটনা ঘটেছে কয়েকটি বলে অভিভাবকের অভিযোগ। রক্তাক্ত হচ্ছে শিশুরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকারা বারবার উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদেরকে বলার পরেও এই অনিয়ম কিছুতেই বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা কিছুতেই কর্ণপাত করছেন না বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এরকমই জানিয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও জেলা স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন।