Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যমাটির নীচ থেকে বড় পাথরের মূর্তি উদ্ধার

মাটির নীচ থেকে বড় পাথরের মূর্তি উদ্ধার

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি:  মাটির নীচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কৈলাসহরের ভুইয়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে দেওরাছড়া এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় মংগলবার শ্রমিকরা কাজ করার সময় মাটির নীচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার করে। সামাজিক মাধ্যমে এই খবরটি চাউর হতেই ভুইয়াপাড়া এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে।

মূর্তি উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনের কর্তাদের নজরে আসার পর কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার, আরকেলোজিকেল সার্ভে অফ ইন্ডিয়ার ঊনকোটি জেলার কনজারভেটার এসিস্ট্যান্ট অভিষেক কুমার, গৌরনগর ব্লকের বিডিও প্রনয় দাস, দেওরাছড়া এডিসি ভিলেজের সচিব উমেশ নমঃ সহ অন্যান্য আধিকারিক ঘটনাস্থলে যান। মাটির নীচ থেকে পাথরের মূর্তিটি উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা মূর্তিটিকে ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে শুরু করেছেন। গ্রামবাসীরা কেউ বলছেন পাথরের মূর্তিটি ব্রম্মার মূর্তি, কেউ বলছেন গনেশের মূর্তি, কেউ বলছেন মহাদেবের মূর্তি।

তবে উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি কয়েক শত বছরের পুরনো মূর্তি হতে পারে। মূর্তিটি পরিদর্শন শেষে কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার ঘটনাস্থলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, প্রাথমিকভাবে দেখে বোঝা  যাচ্ছে মূর্তিটি পাথরের মূর্তি এবং প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিক অভিষেক কুমার দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। তাদের নির্দেশ না আসা পর্যন্ত উদ্ধার হওয়া মূর্তিটি সেখানেই থাকবে। তাছাড়া, ঊনকোটি পর্যটন কেন্দ্র থেকে ভুইয়াপাড়া এলাকাটি তিন কিলোমিটারের মধ্যে হবে। এবং ভুইয়াপাড়া এলাকার পাশ্ববর্তী দেড় কিলোমিটার দূরত্বে শিববাড়ি গ্রামে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ পাথরের শিবলিঙ্গ রয়েছে। তাই, উদ্ধার হওয়া মূর্তিটি একই রকমের মূর্তি হবে বলে মহকুমাশাসক প্রদীপ সরকার জানিয়েছেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে গৌরনগর ব্লকের বিডিও প্রনয় দাস উদ্ধার হওয়া মূর্তিটিকে ঊনকোটি জেলা শাসকের অফিসে এনে রেখেছেন। সময় যত গড়াচ্ছে ততই মূর্তিটিকে দেখার জন্য জেলাশাসকের অফিসে সাধারণ মানুষের ভিড় বাড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য