স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: নেশা বিরোধী অভিযানে নেমে গাঁজা ক্ষেত ধ্বংস করলো নতুন বাজার থানার পুলিশ। মঙ্গলবার সকালে ১০ টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক এস ডি পি ও দেবাঞ্জলী রায়, নতুন বাজার থানার ওসি সুবিমল বর্মন ও এস আই সমীর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি এস আর বাহিনী অভিযান চালায় নতুনবাজার লেপেদা পাড়া ৮ কিলোমিটার গভীর জঙ্গলে। অভিযান চালিয়ে একটি গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়।
লেপেদা পাড়া প্রায় ৮ কিলোমিটার ভেতরে চলছিল এ গাঁজা বাগানের চাষ। অবশেষে আরক্ষা প্রশাসনের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসার পর মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালানো হয় ওই এলাকায়। পুলিশ আসার খবর পেয়ে আগে থেকেই গাঁজা চাষিরা গা ঢাকা দেয়। মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে একটি গাজা বাগানে প্রায় ৩০০ থেকে ৪০০ গাঁজা গাছ কেটে আগুন লাগিয়ে দেওয়া হয়। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলী রায় জানান এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।