Friday, February 14, 2025
বাড়িরাজ্যসিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবির

সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবির

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির ২৪ তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সিপিআইএম সদর মহাকুমা কমিটির উদ্যোগে মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

রক্তদান শিবিরে এইদিন সিপিআইএম কর্মী সমর্থকরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। এক সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান সিপিআইএম-এর রাজ্য সম্মেলন মানে রাজনৈতিক সাংগঠনিক উৎসব। মানুষের ভালোর জন্য আগামিদিনে আর কি কি কাজ করা যায়, সেই বিষয়ে এই উৎসবে আলোচনা হবে। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন রক্তদান কোন নতুন বিষয় নয়। সিপিআইএম অনেক দিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। দিনের পর দিন রক্ত দাতাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। এইটা ভালো দিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য