স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: গত ২-৩ দিন আগে তেলিয়ামুড়া থানার ঢিলছোড়া দূরত্বে থাকা করইলং এলাকায় দুলাল সূত্রধরের বাড়িতে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে নিশি কুটুম্বের দল হানা দিল কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, সোমবার যথারীতি বিদ্যালয় ছুটির পর তালাবন্ধ করে বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকারা বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙ্গা এবং শিক্ষকদের বসার কক্ষের তালাও ভাঙ্গা।
বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের শিক্ষকেরা সঙ্গে সঙ্গেই ঘটনাটি সম্পর্কে অবগত করান প্রধান শিক্ষককে। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ঢাল তলোয়ার হীন খাঁকি বাহিনী ঘটনাস্থলে এসে ঘটনাস্থল প্রত্যক্ষ করেই থানামুখী হয়। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান নথিপত্র উধাও।তবে এই ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কেউই কিছু বলতে পারছে না। তেলিয়ামুড়া থানার খাঁকি বাহিনীরা দিনের পর দিন তেলিয়ামুড়া থানা এলাকায় বিভিন্ন অপরাধ ও চুরির ঘটনা দমনে সুপার ফ্লপ করে চলেছে। এ নিয়ে ক্ষোভের সঞ্চার হতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।